কোনো বিদেশি শক্তি বর্তমান সরকারকে ক্ষমতায় বসায়নি, দেশের মানুষ অনেক আগ্রহ নিয়ে বিপুল ভোটে আওয়ামী লীগ নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন সরকারকে যারা বিদেশিদের ভয় দেখায় তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ প্রকাশ করে, ‘চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করেছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।’
বিএনপিকে ‘ভুয়া দল’ অভিহিত করে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই ভুয়া।’
দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপির কথায় কান দেবেন না।’
বিএনপির আন্দোলন কবে হবে প্রশ্ন রেখে কাদের বলেন, ‘১৫ বছর তো গেল, সামনে আরও ৫ বছর যাবে। মানুষ বাঁচবে তো? লন্ডনের তারেকে আর কারো আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।’
তিনি বলেন, কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া।