বৃহস্পতিবার ,২৫ এপ্রি, ২০২৪
sbacbank
Home Blog

তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষনা

0
তীব্র গরমে পানি পান করতেছে একজন শিক্ষার্থী

তীব্র গরমের কারণে শিক্ষামন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৮ এপ্রিলে খুলবে। ছুটি শেষে আজ শনিবার তা খোলার কথা ছিল, কিন্তু দুই মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলো থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসেম্বলি বন্ধের ঘোষণা করেছিল। এর কিছুক্ষন আলাদা করে জানানো হয়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিক বিবেচনা করে আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও অসীমিত বিদ্যালয়ের লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এরপর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এই অবস্থার ফলে এই ছুটি ২৭ এপ্রিল পর্যন্ত চলবে।

প্রফেসর শাহিদুল খবীর চৌধুরী এ বিষয়ে বললেন যে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি বা অবনতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নতুন করে মনোনয়ন করা হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে উপপরিচালক উল্লেখ করেন, যে মাদ্রাসাগুলোতেও একই নির্দেশনা থাকবে। একই ভাবে, ২৮ এপ্রিল মাদ্রাসাগুলো খোলা থাকবে।

ভারতের নির্বাচন: গণতন্ত্র নাকি লৌহমানবের শাসন?

0

৯০-এর দশক থেকে ভারতের জাতীয় নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচনে একটি নতুন বিষয় দেখা যাচ্ছে যে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন।

মোদির বিরোধীদের বিতর্ক করা হচ্ছে যে তিনি নির্বাচনের ফল নিজের দিকে আনতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন, সরকারি গোয়েন্দা ও অন্যান্য সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের দমন করছেন। এসব উপায়ের কারণে কোনো জনরোষ দেখা যায়নি। এতে প্রশ্ন উঠছে, কীভাবে একটি গণতন্ত্র লৌহমানবের শাসন মেনে নিতে পারে।

আমি মনে করি আমরা এক ধরনের চুপ সম্মতিতের দিকে এগিয়েছি, যেখানে বিজেপি সমর্থকরা মোদির অধীনে সব সময় গণতন্ত্রের ক্ষুদ্রতা ধরে রেখেছে। যখন মোদি অর্থনৈতিক উন্নতি আগামী পর্যান্ত চালিয়ে আসতে পারেন তখন। তারা সব সময়ই তাঁদের নেতার বা দলের হিন্দুত্ববাদী উদাহরণে রয়েছে।

তাতে অনেক তরুণ এবং নতুন ভোটারের মধ্যে আকর্ষণীয় হয়, যারা মোদির নীরাপত্তা এবং পূর্বাগত কার্যকর্তার ভিত্তি সম্পর্কে ভালো মন্তব্য করে থাকে। এখন তারা তারা যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্বের এশিয়ার গল্পগুলির মধ্যে ঢুকেছে। তখন দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে, যেখানে একনায়কতান্ত্রিক নেতারা দ্রুত প্রবৃদ্ধি করে ধরেছিল, সেই সঙ্গে ধরেছিল নীতিবিধাতাদের দেশে উন্নতি।

এই নেতারা সত্যিই অবাধ নির্বাচনের রাজপথ উদ্ঘাটন করেছিলেন তাদের দেশ মধ্যম আয়ের দেশের মাটি উধৃত হওয়ার পরে। মোদির আওতাধীনে ভারতে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নীতিবিধির পার্থক্য সাফল্যে এগিয়ে আসে, যা ধারাবাহিকভাবে প্রাথমিক এশিয়ার উন্নয়ন ধাঁচার মতো।

প্রতিদিন বাড়ছে শেয়ারবাজার, অবকাঠামো প্রকল্পের বিস্তার এবং অনেক নতুন ডিজিটাল প্রকল্প, যা বিভিন্ন ভালবাসা উপহার দেয় মানুষের জন্য। মোদির কারণে ভারত বুঝিয়ে যাচ্ছে যে তার কার্যকলাপ দিনদিন বাড়িয়ে তুলছে দেশটির সার্বিক অবস্থান।

মোদির আওতাধীনে ভারতে তার অর্থনৈতিক উন্নতি ও নীতিনির্ধারকতা সফলভাবে এগিয়ে আসে, যা ধারাবাহিকভাবে প্রাথমিক এশিয়ার উন্নয়ন ধাঁচার মত। প্রতিদিন বাড়ছে শেয়ারবাজার, অবকাঠামো প্রকল্পের প্রসার এবং অনেক নতুন ডিজিটাল প্রকল্প, যা বিভিন্ন ভালোবাসা উপহার দেয় মানুষের জন্য। মোদির কারণে ভারতে বুঝিয়ে যাচ্ছে যে তার কার্যকাল দিনদিনে বাড়িয়ে তুলছে দেশটির সামগ্রিক অবস্থা।

সাবমেরিন কেবলের কারণে দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

0

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সিমিউই-৫) এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতির সমস্যায় ভুগছেন।

রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিএসসিপিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা কামাল আহমেদ জানান, ‘সিমিউই-৫ এর মাধ্যমে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করা হয়। বর্তমানে এটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা সিমিউই-৪ (প্রথম সাবমেরিন কেবল) এর মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। সিঙ্গাপুরে ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে এটি কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানা যাবে।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, তাঁরা গ্রাহকদের কাছ থেকে ফোন পাচ্ছেন। গ্রাহকেরা ইন্টারনেট সেবার গতি কমে যাওয়ার অভিযোগ করছেন।

দেশে বর্তমানে সাড়ে পাঁচ হাজার ব্যান্ডউইডথের চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি আড়াই হাজারের বেশি ব্যান্ডউইডথ সরবরাহ করে। আর বাকি চাহিদা পূরণ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যারা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) এর মাধ্যমে সেবা প্রদান করে।

শাহজালাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালের দেয়াল ভেঙে ঢুকে গেলো রাইদা বাস, নিহত ১ জন ইঞ্জিনিয়ার

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেদ করে ঢুকে পড়েছে রাইদা পরিবহনের একটি বাস। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিভিল এভিয়েশনের একজন প্রকৌশলী। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনে সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা প্রাচীরে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসের নিচে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঈদের তারিখ ঘোষণা করল সৌদি আরব

0

আজ সোমবার সৌদি আরবের কোথাও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নাই। তাই আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিল সৌদি আরব।

আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা রাখা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপন করে থাকে।

লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকতময়

0

পবিত্র রমজান মাস চলছে। এই মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ ছাড়া মহিমান্বিত এই রমজান মাসে রয়েছে শ্রেষ্ঠ রাত। লাইলাতুল কদরের রাত। রমজান মাসের শেষ বিজোড় রাত্রির যেকোনো এক রাত হয় লাইলাতুল কদর। পবিত্র এই রাতে নাজিল হয়েছিল মুসলিমদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন। তাই এই রাতের কদর বেশি। প্রত্যেক মুসলমানরা সারা রাত দোয়া প্রার্থনা, জিকির করেই এই রাত যাপন করেন।

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ‘কদর’ নামে একটি সুরা নাজিল করেছেন। সুরায় উল্লেখ রয়েছে, ‘কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। ’ এই লাইলাতুল কদরের রাতে আল্লাহতায়ালা তার বান্দাদের ক্ষমা করেন এবং হজরত জিবরাইল (আ.)-সহ রহমতের ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘তোমাদের মাঝে রমজান আগমন করেছে। তাতে রয়েছে এমন রাত, যা হাজার রাতের চেয়ে উত্তম। যে সে রাত থেকে বঞ্চিত হলো, সে কল্যাণ থেকে পুরোপুরি বঞ্চিত হলো। আর হতভাগা ব্যক্তি ছাড়া কেউ তার কল্যাণ থেকে বঞ্চিত হয় না। -সুনানে ইবনে মাজাহ।

হজরত মুহাম্মদ (সা.) শবে কদরের রাতে ইবাদত-বন্দেগি, জিকির-আজকার করতেন। তিনি আত্মিক সাধনার মাধ্যমে কদরের রাত ও তার কল্যাণ অনুসন্ধান করতেন। রমজান মাসের শেষ ১০ রাতে তিনি সব ধরনের জাগতিক কাজকর্ম থেকে অবসর নিয়েছেন এবং আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন। এ রাতে রাসুল (সা.) অধিক পরিমাণ নামাজ আদায় করতেন। রাত্রী জাগরণ করতেন। সাহাবাদেরও নামাজ আদায় করতে বলতেন।

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত মুহাম্মদ (সা.) প্রত্যেক রমজানে ১০ দিন ইতিকাফ করতেন এবং মৃত্যুর বছর তিনি ২০ দিন ইতিকাফ করেন। -সহিহ বোখারি

হজরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতকেও রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর। ’ –সহিহ বোখারি ও মুসলিম

রমজান মাসের ২৭ তারিখের রাতে শবে কদর হওয়ার ব্যাপারেও বর্ণনা রয়েছে। হজরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রা.) থেকে বর্ণিত-হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কদরের রাত হলো- সাতাশের রাত। ’ -সুনানে আবু দাউদ

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ আদায় করবে, আল্লাহ তার পেছনের সব পাপ মার্জনা করবেন। ’ -সহিহ বোখারি ও মুসলিম

হজরত মুহাম্মদ (সা.) রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কদরের রাতে তেলাওয়াতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। হজরত ফাতেমা (রা.) থেকে বর্ণিত, ‘তার পিতা তাকে বলেছে, প্রতি রমজানে জিবরাইলকে (আ.) একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন। কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দু’বার কোরআন শোনান। ’ -সুনানে বায়হাকি

রাজধানীতে ভলভো বাসে আগুন

0

ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে।

গতকাল রাত সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগার খবর আসে রাত ৮টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। আগুনের ভয়াবহতা দেখে পরে আরও চারটি ইউনিট নিয়ে যাওয়া হয় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে।

প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নাই।

বনানীর গোডাউন বস্তিতে ভয়াবহ আগুন

0

রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন লেগেছে। বেলা ৪ টার দিকে হঠাৎ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কতৃপক্ষে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে তাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

ঈদে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলবন্ধ থাকবে ৬ দিন

0

ঈদে যাত্রী সেবা নির্ভিগ্ন করার লক্ষ্যে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে।

এই প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

তিনি আরও বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য এইসব যানবাহন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

তিনি বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসবের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৮, উত্তরবঙ্গ মহাসড়কে ৫২, ময়মনসিংহ মহাসড়কে ৬, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১ এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে।

প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

0
র‍্যাপার লিল জন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।

লিল জনের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। এই ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবিতে ও পরে ইংরেজিতে কালিমা পাঠ করেন।

লিল জন এর জন্ম ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায়, তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ২০০০ সালের শুরুতে হিপ-হপ প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি অনেক বাড়িয়ে দেয়।