আজ বুধবার (তারিখসহ) দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি ‘ভালো’ নির্বাচন আয়োজন করতে চায় এবং সেই লক্ষ্য পূরণে কালো টাকার বিস্তার রোধে সকল পক্ষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।” তিনি প্রশাসনিক ও রাজনৈতিক স্তরের সমন্বয় ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ দাবি করেন।
ড. আহমেদ আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ সহায়তা প্রদান করছে,”—যা সরকারের নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ নির্দেশ করে।
তিনি জাতীয় কল্যাণনীতির অংশ হিসেবে “বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হবে”––সরকারের দর্শন ও কর্মপরিকল্পনার মৌলিক লক্ষ্য হিসাবে এই বক্তব্য গুরুত্ব বহন করে।
পেনশন স্কিম প্রসঙ্গে অর্থ উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে, সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন অংশ নিচ্ছে না, তা খুঁজে বের করতে হবে। সেইসাথে সরকারি কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এই স্কিমে আনার সম্ভাবনা ও প্রয়োগযোগ্যতা যাচাই করার নির্দেশও দেওয়া হয়। কেউ কোনো ভুলত্রুটি দেখলে তা সংশোধনে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন। প্রচারণা ও গ্রাসহীন পেনশন ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধিতে তাঁর বিশেষ গুরুত্বারোপ ছিল উল্লেখযোগ্য।