নিজেকে নির্দোষ দাবি নিউইয়র্কে পাতাল ট্রেনে হামলাকারীর

0
152

নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল ট্রেনে গোলাগুলিতে অভিযুক্ত জেমস ফ্রাংক জেমস আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ১২ এপ্রিল ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে স্মোক বোমা ছুড়ে এলোপাতাড়ি গুলি করেছিলেন জেমস। এতে ১৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। নগরজুড়ে ছড়িয়ে পরে আতঙ্ক। প্রায় ৩০ ঘণ্টা তল্লাশির পর ফ্রাংক জেমস পরদিন পুলিশের কাছে নিজেই ধরা দেন। তিনি পরিকল্পনা করেই হামলা চালিয়েছিলেন। জানমালের ব্যাপক ক্ষতিসাধনের পরিকল্পনাও ছিল তার।

১৩ মে শুক্রবার ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হয়। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে সিটির সাবওয়ে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। আদালতে তার আইনজীবী বলেছেন, ফ্রাংক জেমস সম্পূর্ণ নির্দোষ। তার মক্কেল নিজেই পুলিশে ধরা দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ২৫ জুলাই।

জেমস ফ্রাংক (৬২) কী কারণে সাবওয়েতে হামলা করেছিলেন, এর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। তার ব্যবহার করা সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বিশ্লেষণ করে দেখা গেছে, নানা বিষয়ে তিনি হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। কৃষাঙ্গদের জীবনযাত্রা থেকে শুরু করে নিউইয়র্ক সিটির গৃহহীনতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মেয়র এরিক অ্যাডামসেরও সমালোচনা করেছেন। সর্বোপরি একজন ক্ষুব্ধ-হতাশ মানুষের ছবি পাওয়া গেছে তাঁর চালচলন বিশ্লেষণ করে। জেমস ফ্রাংকের বিরুদ্ধে আনা অভিযোগে দণ্ড হলে তার ন্যূনতম ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here