মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পঞ্চাশ আলপনায় ক্যাম্পাস রাঙিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব আলপনা আঁকা হয়।
আলপনা অঙ্কনে সহযোগিতায় ছিল সৃজনশীল শিল্প সংগঠন বুনন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবনের সম্মুখ, ডায়না চত্বর, আবাসিক হলগুলোর সামনে ও ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলোর সংযোগ স্থলে দক্ষ হাতে এসব আলপনা আঁকেন প্রেস ক্লাব ও বুনন কর্মীরা।
১৫ ডিসেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আঁকা এসব আলপনায় দেশের জাতীয় ও ঐতিহ্যবাহী ফুল, পশু-পাখি ও বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে ইবি প্রেস ক্লাব।
আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। ভিন্নধর্মী এ আয়োজনে সহযোগী হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন বুনন কর্মীরা।
তারা বলেন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করলেও অজানা কারণে কোনো ক্লান্তি বোধ হয়নি। আমাদের হাতে আঁকা আলপনাগুলো যখন সবাই আগ্রহ ভরে দেখছে তখন অন্যরকম ভালোলাগা কাজ করছে। ঐতিহাসিক এই সময়টিতে প্রেস ক্লাবের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।
প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যে আয়োজন করেছে এটি সত্যিই প্রশংসার দাবিদার। আমি ঘুরে ঘুরে আলপনাগুলো দেখেছি, বিজয়ের দিনে এগুলো ক্যাম্পাসকে নতুন রূপ দিয়েছে।
এ দিকে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতার স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মিলিত হয়।
পরে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে প্রীতি ভলিবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবাসিক হলগুলোতে প্রীতি ভোজের আয়োজন করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ ও আবাসিক হলগুলোতে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।