যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই প্রতিদিনের মতো গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনের লাশ।
বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের অব্যাহত হামলার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৭২ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
- ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৫১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
- আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩২ জনে।
- অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
যুদ্ধবিরতি চুক্তি ও ইসরায়েলের হামলা
গাজায় চলমান সংঘাতের অবসানের লক্ষ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেই প্রতিদিন হামলা চালাচ্ছে।
পরিস্থিতি আরও বিপজ্জনক
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে না চললে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে। ইতিমধ্যেই চিকিৎসা সংকট, খাদ্য ও পানির ঘাটতি এবং আশ্রয়ের অভাবে লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানানো হলেও, এখন পর্যন্ত তা উপেক্ষিতই রয়ে গেছে।