রিপোর্ট:
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ — শ্রমিক ও মালিক উভয়পক্ষের স্বার্থ সুরক্ষায় শ্রম আইন শিগগিরই সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংশোধিত আইনে শ্রমিকদের অধিকার এবং কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, এই সংশোধনী প্রক্রিয়াটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর পরামর্শক্রমে পরিচালিত হচ্ছে এবং আগামী জুনে সংস্থার সঙ্গে বৈঠকের পরই সংশোধনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। শ্রম উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এমন একটি আইন আনতে চাই, যা শ্রমিক ও মালিক উভয়ের জন্যই কল্যাণকর হবে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী হবে।”
মে দিবস উপলক্ষে নেওয়া নানা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীতে একটি শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করা হবে। “মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫” উপলক্ষে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
তাছাড়া, শ্রম অধিকারভিত্তিক সংবাদ, স্থিরচিত্র ও প্রতিবেদন যাচাই করে সাংবাদিক, রিপোর্টার এবং চিত্রগ্রাহকদের পুরস্কৃত করা হবে বলেও জানান উপদেষ্টা। পাশাপাশি শ্রমজীবী মানুষের অবদান তুলে ধরার জন্য তথ্যচিত্র (ডকুমেন্টারি) ও টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) প্রচার করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সেমিনার ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। মে দিবসের এবারের প্রতিপাদ্য— “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই বার্তাটি ক্ষুদেবার্তার (SMS) মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, প্রতি বছর ১ মে সারাবিশ্বে ‘মে দিবস’ পালন করা হয় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার স্বীকৃতির প্রতীক হিসেবে। বাংলাদেশেও এই দিবসটি সরকারিভাবে গুরুত্বের সঙ্গে পালিত হয়, যার অংশ হিসেবে এবারো নেওয়া হয়েছে ব্যাপক কর্মসূচি।