
গাজীপুরে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র আয়োজনে সড়ক, ডুবন্ত ও নৌপথে দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১’টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব এবং প্রতিপাদ্য বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করেন মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা। এ সময় চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্যকর্মী’রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী, সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, আবিদ হোসেন বুলবুল, শিক্ষক মোহাম্মদ নাজিবুল্লাহ আকন্দ স্বাস্থ্যকর্মী সাকিনা বিবি নীলা প্রমূখ।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের সড়কপথে ও নৌপথে দুর্ঘটনা রোধে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করেন। সড়ক নিরাপত্তা, পানিতে ডুবা এবং নৌপথ নিরাপত্তা বিষয়ের উপর দুর্ঘটনার কারণ, প্রতিকার এবং এসব সংক্রান্ত চিকিৎসা সেবাদান বিষয়ক সহ আলোকপাত করা হয়।