সাউথ বাংলা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

0
76

খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণে চুক্তিবদ্ধ হয়েছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান-এর কাছে চুক্তিপত্র হস্তান্তর করেন কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। এসময়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কৃষি খাতে খাদ্য উৎপাদন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মোট ৫০টি ব্যাংক চুক্তিতে স্বাক্ষর করেছে।

SBAC Bank signs deal with Bangladesh Bank
Bangladesh Bank and South Bangla Agriculture and Commerce (SBAC) Bank Limited signed an agreement to provide loan under Tk. 5000.00 crore refinancing facilities for food security in agriculture sector. SBAC Bank  Managing Director & CEO Mr. Habibur Rahman received the agreement letter from Director (ACD) of Bangladesh Bank Mr. Md. Abul Kalam Azad in presence of Governor Mr. Abdur Rouf Talukder at Jahangir Alam Conference Room of Bangladesh Bank on Sunday January 08, 2023. While, Deputy Governor Mr. AKM Sajedur Rahman Khan and Executive Director Mr. Md. Anwarul Islam were present in the signing ceremony. It is mentionable that total 50 banks signed in the refinance scheme for food security.

With Best regards
(Md. Asadullahil Galib)
Head of Public Relations Division

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here