সংস্কার নিয়ে আলোচনা শুরু শনিবার

0
65

শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আগামীকাল শনিবার থেকে শুরু হবে।

আজ শুক্রবার রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”

এদিকে, বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, “নব্বই ও চব্বিশের স্বৈরাচারবিরোধী আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই ষড়যন্ত্র মোকাবিলা করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here