ভারতের কলকাতার কলেজ স্ট্রিটে (বইপাড়া) অত্যাধুনিক সাজসজ্জায় অভিযান বুক ক্যাফের যাত্রা শুরু হয়েছে। এই বুক ক্যাফেতে বাংলাদেশের বইয়ের বিশাল সমাহার থাকবে।
গতকাল বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে বুক ক্যাফেটি উদ্বোধন করেন দেজ পাবলিকেশনের প্রকাশক সুধাংশু শেখর দে, লেখক কমল চক্রবর্তী, কবি রুদ্র গোস্বামী, প্রকাশক রূপা মজুমদার, কলকাতা লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত, বাংলাদেশের প্রকাশক দীপঙ্কর দাস, মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে বুক স্টোর ও ক্যাফে একটি জনপ্রিয় ধারা।
অভিযান বুক ক্যাফেতে বাংলা প্রকাশনা ও মুদ্রণের ২৪৪ বছরের ইতিহাসকে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে সেই ধারা অনন্য হয়ে উঠেছে। প্রায় এক শ বছরের পুরনো ছাপার মেশিন রাখা হয়েছে এখানে। দেয়ালে দেয়ালে স্থান পেয়েছে মুদ্রণ ও প্রকাশনায় অবদান রাখা ব্যক্তি ও সংস্থার ছবি। চায়ের কাপে রয়েছে বাংলার প্রথম মুদ্রণের বর্ণমালা।
বাংলাদেশের অভিযান প্রকাশনীর কর্ণধার কবি মনিরুজ্জামান মিন্টু বলেন, ‘বাংলাদেশের বইয়ের বিশাল সমারোহ ও অভিযান বুক ক্যাফের এই পথচলা-বাংলা বইয়ের বাজারকে সমৃদ্ধ করবে। শুধু বইয়ের দোকান নয় এটি, বুক ক্যাফে বটে! ফলে শিল্পের অপরাপর মাধ্যমগুলোও কোনো না কোনোভাবে এটাকে যুক্ত করবে। ’
দেড় দশক ধরে বিভিন্ন প্রকাশনা সংস্থার উপদেষ্টা হিসেবে কাজ করছেন কবি ও কথাসাহিত্যিক ড. রাহেল রাজিব। তিনি বলেন, ‘বই বিষয়ক যেকোনো আয়োজন একটি সমাজকে সামনে এগিয়ে নেয়। অভিযান বুক ক্যাফের অবস্থান কলকাতা কলেজ স্ট্রিট হলেও সেখানে বাংলাদেশের বইয়ের সমাহার এবং শিল্পবিষয়ক অপরাপর বিষয়গুলোর সম্পৃক্তি প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেবে। ’