সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ

0
164

ইট, বালু, রড, সিমেন্টসহ বাড়ির নির্মাণসামগ্রী না কেনায় আবদুল বারিক নামে ৬০ বছরের এক বৃদ্ধকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল-আমিন নগর এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেনের (৩৫) বিরুদ্ধে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোববার রাতে। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যপারে বক্তব্য জানতে অভিযুক্ত মোশাররফকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here