‘আইপিএলেই পারছে না, অস্ট্রেলিয়ায় গিয়ে কী করবে?’

0
141

এবারের আইপিএলের নিলামে ১৫ কোটি ২৫ লাখে ঈশান কিশানকে দলে নেয় রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

প্রত্যাশার চেয়েও বেশি পারিশ্রমিক পেয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ঈশান। তরুণ এই ওপেনারের পারফরম্যান্সের প্রভাব পড়েছে দলটির রেজাল্টে।

আইপিএলের রেকর্ড শিরোপাজয়ী দলটি এবারের আসরে টানা ৮ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে কম কথা শুনতে হচ্ছে না অধিনায়ক রোহিত শর্মা ও কোচ মাহেলা জয়াবর্ধনেকে।

তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে নিলামে ১৫ কোটিতে বিক্রি হওয়া ঈশান কিশানকে নিয়ে। তার এমন পারফরম্যান্সে হতাশ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ঘরের মাঠে আইপিএলেই ঈশানের এমন ছন্নছাড়া পারফরম্যান্স। অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে সে কী করবে?

গাভাস্কার বলেন, ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি। এখানেই খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়াতে কীভাবে খেলবে? ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে। সব বল কোমরের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ইশান?।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here