বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটরের (AEO) মর্যাদা প্রদান করেছে। এই মর্যাদা পাওয়া প্রতিষ্ঠানগুলো বিশেষ কিছু কাস্টমস সুবিধা ভোগ করতে পারবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করবে।
ব্যবসায়িক সুবিধা বাড়াবে AEO লাইসেন্স
AEO লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো বিমানবন্দরের ‘গ্রিন চ্যানেল’ সুবিধার মতো কিছু ক্ষেত্রে কাস্টমস চেক এড়িয়ে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করতে পারবে। ফলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমের লিড টাইম কমে আসবে এবং বন্দরের ওপর চাপও হ্রাস পাবে।
আজ রবিবার এই ১০টি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে AEO মর্যাদা দেওয়া হয়। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এই লাইসেন্স কোনো নতুন বাধা সৃষ্টি না করে বরং ব্যবসার গুড প্র্যাকটিসকে উৎসাহিত করবে। শুধুমাত্র তাদেরকেই এই সুবিধা দেওয়া হয়েছে, যাদের ট্যাক্স কমপ্লায়েন্স, ভোক্তা অধিকার ও গভর্নেন্সের শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে।”
২০১৩ সালে পরিকল্পনা, বাস্তবায়ন ২০২৪-এ
উন্নত বিশ্বে অথরাইজড ইকোনমিক অপারেটর (AEO) ধারণাটি বেশ প্রচলিত। বাংলাদেশ সরকার ২০১৩ সালে এই কনসেপ্ট কাগজে-কলমে চালু করলেও, এতদিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাস্তবিক অর্থে এর সুবিধা গ্রহণ করতে পারেনি। তবে বিডার উদ্যোগে এ বছর থেকে তা কার্যকর হচ্ছে।
আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “বিডার কাজ হলো বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেস নিশ্চিত করা। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল সরকারি ব্যবস্থাপনার মধ্যেই এই সুবিধা চালু করা।”
এনবিআর-বিডার যৌথ উদ্যোগ
গত ২১শে অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিডা যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে আগামী মার্চের মধ্যে AEO সুবিধা আবার চালু করা হবে এবং আরো প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হবে।
AEO মর্যাদা পাওয়া প্রতিষ্ঠানগুলো
১. ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড
2. বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড
3. জিপিএইচ ইস্পাত
4. বিএসআরএম
5. স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
6. পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
7. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
8. ফেয়ার ইলেকট্রনিক্স
9. এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড (ফিড ডিভিশন)
10. টোয়া পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড
ব্যবসার জন্য সুসংবাদ
AEO লাইসেন্স প্রাপ্তির ফলে এই প্রতিষ্ঠানগুলো দ্রুত ও সহজ প্রক্রিয়ায় আমদানি-রপ্তানির কার্যক্রম পরিচালনা করতে পারবে। পাশাপাশি, এই উদ্যোগ ব্যবসার গতি বৃদ্ধি ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।