Home জাতীয় সাবমেরিন কেবলের কারণে দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

সাবমেরিন কেবলের কারণে দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন

0
58

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সিমিউই-৫) এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতির সমস্যায় ভুগছেন।

রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিএসসিপিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা কামাল আহমেদ জানান, ‘সিমিউই-৫ এর মাধ্যমে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করা হয়। বর্তমানে এটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আমরা সিমিউই-৪ (প্রথম সাবমেরিন কেবল) এর মাধ্যমে বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। সিঙ্গাপুরে ফাইবার কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেলের মধ্যে এটি কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানা যাবে।’

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, তাঁরা গ্রাহকদের কাছ থেকে ফোন পাচ্ছেন। গ্রাহকেরা ইন্টারনেট সেবার গতি কমে যাওয়ার অভিযোগ করছেন।

দেশে বর্তমানে সাড়ে পাঁচ হাজার ব্যান্ডউইডথের চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি আড়াই হাজারের বেশি ব্যান্ডউইডথ সরবরাহ করে। আর বাকি চাহিদা পূরণ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যারা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) এর মাধ্যমে সেবা প্রদান করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here