নির্বাচনী দায়িত্ব পালনে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

0
90

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে পাঁচ দিনের জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব আব্দুস সালাম সোমবার (১৮ ডিসেম্বর) ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন। এ সময় আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনও জারি করা হয়। আদেশ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকার অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। যেমন, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বক্স ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা- এসব অপরাধের তাত্তক্ষনিক বিচার করতে পারবেন।

এসব নির্বাচনী অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত ক্ষমতাবলে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের পূর্বের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন (৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি) তারিখ পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করল। ইসি জানায়, ম্যাজিস্ট্রেটরা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী এলাকায় উক্ত নিয়োগকারীরা নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন তারপর সংশ্লিষ্ট সবাইকে অবগত করবেন। ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করার সময় কোনো নির্বাচনী অপরাধ আসলে তা আমলে নিলে তার প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) বরাবর প্রেরণ করবেন। জানা গেছে, ম্যাজিস্ট্রেটরা নিজেদের দায়িত্ব পালন করার সময় কয়েকজন সহকারী সঙ্গে নিতে পারবেন। অফিস প্রধান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য তাদের নিজ নিজ নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট সহকারী বিধি অনুসারে দৈনিক যাতায়াত ভাতাপ্রাপ্ত হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here