ফের সভাপতি হলেন শমী কায়সার

0
164

অনলাইন উদ্যোক্তাদের বাণিজ্য সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন অভিনেত্রী শমী কায়সার।

ফের সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন তিনি।

গত ১৮ জুন ২০২২-২৩ মেয়াদে সংগঠনটির শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে শমী কায়সারকেই সভাপতি ঘোষণা করা হয়।

শমী কায়সারের মতো টানা দুই মেয়াদে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ সাহাব উদ্দিন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন নাছিমা আক্তার নিশা এবং অর্থসম্পাদক হয়েছেন আসিফ আহনাফ। আসিফ আহনাফ বর্তমান কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

নির্বাচনে ৩১ প্রার্থীর বিপরীতে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হন। ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here