ডেঙ্গুতে মারা গেলে আরও দুইজন

0
84

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটির ৫৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১৩৩ জন নিয়ে মোট ১৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১ হাজার ৭৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সাল ২০১৩ থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৮০৩ জন। ৩ লাখ ১৫ হাজার ৩৮৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং ১ হাজার ৬৭৮ জন মারা গেছেন । এরমধ্যে ৯৬৮ জন ঢাকা সিটির এবং ঢাকা সিটির বাইরের ৭১০ জন। নামকারা মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, এখন ডেঙ্গু সারাবছরই হচ্ছে, এটা আর এখন কোন সিজনাল রোগ নেই। আবহাওয়া খারাপ হলেই এর প্রকোপ বেড়ে যায়। গত বছর জুন মাস থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর এক মাস আগে থেকে মে মাসেই আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যায়। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য শহরের জুড়ে মশা নিরোধক ওষুধ ব্যবহার অনেক বাড়িয়ের দেয়া উচিত। এর পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালানো দরকার। একই সঙ্গে প্রত্যেক জনগনের আরও সচেতন হওয়া প্রয়োজন। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না ঢাকার দুই সিটি করপোরেশনের আরও গুরুত্ব দিয়ে সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছর ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন ডেঙ্গু রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here