ভারতকে হারিয়ে সিরিজে সমতা দ.আফ্রিকার

0
158

ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে যায় স্বাগতিকরা। সেঞ্চুরিয়নে ১১৩ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া আফ্রিকা ঘুরে দাঁড়িয়েছে জোহানেসবার্গে।

জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ছয়বারের চেষ্টায় এই প্রথম ভারতকে টেস্টে হারাল দক্ষিণ আফ্রিকা।

আগের দিন ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাগড়ায় বৃহস্পতিবার চতুর্থ দিনের প্রথম দুই সেশন ভেসে যায়া। তবে শেষ সেশনে আফ্রিকা ছুঁয়ে ফেলে ২৪০ রানের লক্ষ্য। অধিনায়ক ডেন এলগারের অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

দলের জয়ে ১৮৮ বলে ১০টি চারের সাহায্যে ৯৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক এলগার। ৪০ রান করে ফেরেন রিশি ভেন দার ডুসেন। ৩১ ও ২৮ রান করে করেন ওপেনার এইডেন মার্কওরাম ও পিটারসেন। ২৩ বলে অপরাজিত থাকেন টিম্বা বাভুমা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ২০২ এবং ২য় ইনিংস: ২৬৬

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৯ এবং ২য় ইনিংস: ২৪৩/৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here