ভারতীয়দের জন্য ‘হার্ট অ্যাটাক’ হওয়ার অবস্থা আম্পায়ারের

0
190

জোহানেসবার্গ টেস্টে ভারতীয় ক্রিকেটারদের একের পর এক আবদনে নাজেহাল অবস্থা প্রোটিয়া দুই ফিল্ড আম্পায়ার মারাইজ ইরাসমাস ও আল্লাউদিন পালেকারের।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১০ম ওভারে প্রোটিয়া ওপেনার এইডেন মার্কওরামকে আউট করেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর। ওভারের শেষ বলে এইডেনকে আউট করার আগে বারবার আবেদন করেন শার্দুল।

পরাজয় এড়াতে আফ্রিকার উইকেট শিকারে রীতিমতো মরিয়া হয়ে ওঠে ভারতীয় ক্রিকেটাররা। ইনিংসের শুরু থেকেই একের পর এক আবেদন করে যান তারা। সেই সময় স্টাম্প মাইকে ধরা পরে ইরাসমাসের গলা। তাকে বলতে শোনা যায়, তোমরা আমাকে প্রতি ওভারে হার্ট অ্যাটাক করে দিচ্ছো।

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে ঝামেলায় জড়ান ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত ও দক্ষিণ আফ্রিকার ডুসেন। পন্ত ব্যাট করতে নামতেই ডুসেন তাকে লক্ষ্য করে কিছু বলেন।

ধারণা করা হচ্ছে ডুসেনের ক্যাচ পন্ত নেওয়ার সময় বল আগে মাটি ছুঁয়ে যায়। সেটা নিয়েই তিনি কিছু কথা শুনিয়ে দেন পন্তকে। পন্ত উত্তর দেন, যদি তোমার এই ব্যাপারে অর্ধেকও জ্ঞান থাকে, তাহলে নিজের মুখ বন্ধ রাখো।

এর পরই ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ব্যাট করার সময় দক্ষিণ আফ্রিকার পেসার জানসেনের সঙ্গে ঝামেলাতে জড়ান। বাদানুবাদ চলতেই থাকে দুইজনের মধ্যে।

এসব কারণেই প্রতি ওভারে হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় ফিল্ড আম্পায়ারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here