ইলন মাস্কের মালিকাধীন স্পেস-এক্স সংস্থার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে চীন। দেশটি দাবি করেছে, সম্প্রতি স্টারলিংক ইন্টারনেট পরিষেবা প্রকল্পের স্যাটেলাইটের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনের দুইবারের মতো সংঘর্ষ হওয়ার উপক্রম হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সেই সংঘর্ষগুলো এড়ানো গেছে।
ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের কাছে চীনের জমা দেওয়া নথি অনুসারে, ইলন মাস্কের স্পেস-এক্স এরোস্পেস সংস্থার স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের দুটি উপগ্রহ ১ জুলাই ও ২১ অক্টোবর চীনা মহাকাশ স্টেশনের খুব কাছাকাছি চলে আসে। যদিও চীনের এই অভিযোগগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবে এই ঘটনাগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক গণমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক।
সূত্র : বিবিসি


