নোভেশন হ্যাকাথনে বিজয়ী দল পেল লাখ টাকা

0
267

প্রধান তথ্য-প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরামের ইনোভেশন হ্যাকাথনে প্রথম বিজয়ী হয়ে লাখ টাকা জিতে নিয়েছে ঢাকা এক্সিকিউটরস। এ ছাড়া দ্বিতীয় স্থান অধিকারী দল নাটস পেয়েছে ৭৫ হাজার টাকার আর্থিক পুরস্কার এবং তৃতীয় স্থান অর্জনকারী দুটি দল যুগ্মভাবে অলটারনেট শিফট অটোমেশন অব ম্যানুয়াল প্রসেস ও টিম ডিসেন্ট্রালাইজড গুড হেলথ ও ওয়েল বিং চ্যালেঞ্জের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার পেয়েছে। একই সঙ্গে টিমগুলোর মধ্যে অনেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কম্পানিতে চাকরির সুযোগও পাবেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ায় বাস্তবধর্মী ছয়টি সমস্যার সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে সোমবার আয়োজিত ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২১’-এর সমাপনী পুরস্কার বিতরণ ও গালা নাইটে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি বিকর্ণ কুমার ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here