আরিয়ানের জন্য বড় সমস্যায় শাহরুখ-সালমান!

0
202

ছেলে আরিয়ানের জন্য সব কাজ থেকে প্রায় ২ মাসের লম্বা বিরতি নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর বিজ্ঞাপনের কাজ শুরু করলেও এখনও পৌঁছাননি ছবির সেটে।

ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর কাজ বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান বাসায় ফেরার পর স্থগিত রাখা শ্যুটিং শুরু করার কথা ছিল তার।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে শাহরুখের শ্যুটিং শিডিউলটাই যেন বদলে গেছে। এরমধ্যে নতুন বছরের শুরুতে সালমান খানের ‘টাইগার ৩’র কাজ শুরু করার কথা ছিল।

তবে শাহরুখ খানের টিমের সঙ্গে যুক্ত এক সূত্রের মতে, শাহরুখ-সালমান একসঙ্গে কাজ করলেও তা এখন নয়। বরং তার আগে ‘পাঠান’র শ্যুট শুরু করবেন বলিউড বাদশাহ। আপাতত ছেলেকে ছেড়ে যাবেন না তিনি। আরিয়ানের সুরক্ষাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শাহরুখের এক ঘনিষ্ঠজন বলেছেন, শাহরুখ কাজ শুরু করেছে কারণ তিনি চান না তার জন্য প্রযোজকদের কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তিনি আরিয়ানের কাছাকাছি থাকতে চান। তাকে ছাড়া শাহরুখ শহরের বাইরে যাবেন না।

আরিয়ান গ্রেফতার হওয়ার সময় ‘পাঠান’র শ্যুটেই ছিলেন শাহরুখ। তড়িঘড়ি তা শেষ করে ফিরে আসেন মুম্বাই। তারপর ২ মাসের লম্বা বিরতি নিয়েছিলেন। গত সপ্তাহেই একটি বিজ্ঞাপনের শ্যুটে প্রথম দেখা যায় বাদশাকে। সেই সেটও নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল।

সূত্র জানিয়েছে, আপাতত ‘পাঠান’র কাজই আগে শুরু করবেন শাহরুখ। তারপর ফেব্রুয়ারিতে সালমনের ‘টাইগার ৩’র শ্যুট করবেন। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’র শ্যুট। মাঝে শাহরুখের বডি ডবল দিয়ে শ্যুটিং চালানো হয়েছিল কয়েক সপ্তাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here