হাসুন, কারণ এটা ঘটেছে: পরীমনি

0
175

চলতি বছরে ঢাকাই সিনেমায় সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব কে? জবাবে যে কেউ বলবেন – চিত্রনায়িকা পরীমনি।

অবশ্য সিনেমায় অভিনয় দিয়ে নয়; বোট ক্লাব কাণ্ড থেকে শুরু মামলা, গ্রেফতার, আদালত কত কিছুই না দিয়ে বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন তিনি।

অবশ্যতিনি নিজেও বেশ কষ্টে বছরটা পার করেছেন। কারাভোগও করেছেন। জামিন পেতে আদালতের সিঁড়ি বাইতে বাইতে নাভিঃশ্বাসের উপক্রম তার। বছরজুড়েই কেঁদেছেন তিনি।

তবে সব দুঃখ-কষ্ট পেছনে ফেলে বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদস্তুর ব্যস্ত তিনি। হাতে রয়েছে একাধিক সিনামা। যে কারণে সম্প্রতি বেশ কিছু দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন।

এবার আবারও ফেসবুকে অ্যাকটিভ দেখা গেল তাকে। একাধিক পোস্ট পাওয়া গেছে তার টাইমলাইনে।

এর মধ্যে শুক্রবার দেওয়া তার পোস্টটি নিয়ে আলোচনা চলছে। নিজের তিনটি উচ্ছ্বল হাসি মুখো ছবি পোস্ট করেছেন পরী। সাদা রঙের শাড়ি পরিহিত এ নায়িকার কোলে তার পোষ্যপ্রাণী।

তবে ক্যাপশনে দিয়েছেন এক ‘রহস্যময়’ বার্তা। লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

পোস্টটি নিয়ে সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল বিরাজ করছে। কার উদ্দেশ্যে এই বার্তা? নাকি নায়িকা চলতি বছরে তার উপর বয়ে যাওয়া ঝড় নিয়েই ইঙ্গিত দিয়েছেন! কান্নার দিন শেষ করে এখন হাঁসতে চলেছেন!

এমন সব প্রশ্ন ভক্তদের। যদিও সে প্রশ্ন রাখার কোনো উপায় রাখেননি পরীমনি। কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারছে না।

এরপরও গত ১৮ ঘণ্টায় পরীমনির পোস্টটিতে ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here