ক্রিকেট ছাড়ার পর কী করবেন, জবাবে যা বললেন তামিম

0
199

জাতীয় দলের পঞ্চপাণ্ডবের সবার ক্যারিয়ার শেষের দিকে এখন। আনুষ্ঠানিক অবসর না নিলেও ২২ গজের মাঠে নেই মাশরাফি বিন মর্তুজা।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই তিনি এখন সংসদ সদস্য। জাতীয় দলের খেলায় নিয়মিত নন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ব্যবসায় মনযোগী হয়েছেন সাকিব।

এদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে বিগত বেশ কয়েকটি সিরিজে অনুপস্থিত তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেননি।

তাই ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে স্বভাবতই তামিমের কাছে প্রশ্ন ছুড়েন সাংবাদিকরা – ক্রিকেট ছাড়ার পরে তিনি কি করবেন? কোচ হবে কি?

অবসরের পর কী করবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত না নিলেও কোচ যে হবেন না তা সরাসরি জানিয়ে দেন তামিম।

বলেন, ‘না, আমার কোচিংয়ে আসার কোনো ইচ্ছা নেই। অবসরের পর ক্রিকেট নিয়েই থাকব কিন্তু আমি নিশ্চিত কোচ হব না। অবশ্য ব্যবসা করব নাকি ক্রিকেটের সাথেই থাকব নাকি অন্য কিছু করব তা সময়ই বলে দেবে। এই মুহূর্তে এটা নিয়ে কথা বলা বেশ কঠিন। তবে কোচিংয়ের ইচ্ছা নেই।’

এ মুহূর্তে বিষয়টি নিয়ে ভাবতেও চান না বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। ক্যারিয়ারকে আরো ৪-৫ বছর টেনে নিয়ে যেতে চান।

তামিম বলেন, ‘আমি আশা করি, এখনো চার থেকে পাঁচ বছর সব সংস্করণে বাংলাদেশের পক্ষে খেলতে পারব। ধারাভাষ্যে আমার আগ্রহ আছে। তবে ওখানে যে সফল হবই এমন কিছু না। আমি এখনো পাঁচ বছর ক্রিকেট খেলব। এখন ক্রিকেট নিয়েই ভাবছি, ওসব নিয়ে ভাবছি না।তারপরে দেখা যাক কী হয়। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here