রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার (দিবাগত রাত আড়াইটার দিকে) বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে কী বলা হয়?
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজিব বলেন,
‘৫ আগস্টেই আওয়ামী লীগের কবর হয়ে গেছে। কবর থেকে যেমন কেউ ফেরে না, তেমনি আওয়ামী লীগও ফিরতে পারবে না। ছাত্র জনতার ম্যান্ডেটেই দেশ চলবে, ক্যান্টনমেন্ট থেকে নয়। যদি এমন চেষ্টা হয়, তবে ক্যান্টনমেন্টের পরিণতিও গণভবনের মতো হবে।’
বিক্ষোভে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক স্টাডিজ বিভাগের সালাউদ্দিন আম্মারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ছিলেন।
আরও কর্মসূচির ঘোষণা
শিক্ষার্থীরা আজ শুক্রবার (বাদ জুমা) আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।