গাজায় আবারও ইসরায়েলের হামলা, ৪৮ ঘণ্টায় নিহত প্রায় ৯৭০

0
11
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েল আবারও গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে এ পর্যন্ত মোট ৪৯,৫৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শিশু ও জাতিসংঘ কর্মকর্তাদের মৃত্যু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর নিহতদের মধ্যে অন্তত ১৮৩ জন শিশু রয়েছে। যদিও এটি কেবলমাত্র হামলার প্রথম দিনের হিসাব।

এদিকে, ইসরায়েলের বর্বরোচিত হামলায় জাতিসংঘের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’। এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। গাজায় জাতিসংঘের ভবনেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করেনি।

মানবিক বিপর্যয়ের শঙ্কা

গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ করতে আন্তর্জাতিক মহল কী পদক্ষেপ নেয়, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here