কে হাসবেন শেষ হাসি?

0
6
মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী

কলকাতার চলচ্চিত্র জগতে বাংলাদেশি তারকাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকল। এবারের জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে স্থান পেয়েছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্মফেয়ার। বলিউড ছাড়াও ভারতের আঞ্চলিক সিনেমাগুলোকে স্বীকৃতি দিতে চালু হয়েছে বিভিন্ন বিভাগ, যার মধ্যে অন্যতম ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। চলতি বছর এই আসর বসছে ১৮ মার্চ কলকাতায়।

এবারের আসরে বাংলাদেশি তারকারা আবারও নিজেদের অবস্থান শক্ত করেছেন। সমালোচক বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। সেরা অভিনেত্রীর মনোনয়নে রয়েছেন জয়া আহসান।

সমালোচক সেরা অভিনেতার দৌড়ে চঞ্চল-মোশাররফ

কলকাতার সিনেমায় প্রথমবার অভিনয় করেই ফিল্মফেয়ারের সমালোচক বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ তার অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে চঞ্চলের অসাধারণ অভিনয় তাকে এই সম্মানজনক পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিয়েছে।

অন্যদিকে, কলকাতায় আরও আগেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এসেছেন মোশাররফ করিম। এবার ‘হুব্বা’ সিনেমায় দুর্ধর্ষ গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয়ের জন্য তিনিও সমালোচক বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। ব্রাত্য বসুর পরিচালনায় এ সিনেমায় মোশাররফ করিমের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

সেরা অভিনেত্রী বিভাগে জয়া আহসান

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান প্রতি বছরই ফিল্মফেয়ার বাংলা পুরস্কারের মনোনয়নে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ‘ভূতপরী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন—অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

ফিল্মফেয়ারের মঞ্চে বাংলাদেশিদের শক্ত অবস্থান

গত কয়েক বছর ধরে বাংলাদেশি শিল্পীদের কলকাতার সিনেমায় অংশগ্রহণ ও স্বীকৃতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জয়া আহসান কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন।

১৮ মার্চ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ফিল্মফেয়ারের মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের তারকারা এবারও গৌরবের নতুন অধ্যায় যোগ করতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here