তিন রূপে ফিরলেন আফরান নিশো

0
9
আফরান নিশো

প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দাগি’। আজ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

তিন রূপে নিশো, গল্পে রহস্যের ইঙ্গিত

১ মিনিট ৭ সেকেন্ডের এই টিজারে নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুকে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তাকে দেখা যায় বড় চুলে, এরপর স্বাভাবিক চেহারায় এবং সবশেষে কয়েদির পোশাকে, যেখানে তার বন্দি নম্বর ৭৮৬। এতে স্পষ্ট, গল্পে রয়েছে চমক এবং একাধিক পর্যায়ে চরিত্রের পরিবর্তন।

সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও মিলি বাশার।

নির্মাতার বক্তব্য: ‘এটা তো কেবল শুরু!’

‘দাগি’ পরিচালনা করেছেন শিহাব শাহীন, যিনি এর আগে ‘মরীচিকা’ ও ‘সিন্ডিকেট’সহ বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ পরিচালনা করেছেন। এটি তার দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের পর নির্মাতা বলেন—

‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে বলতে চাই, এটা তো কেবল প্রথম ঝলক; আরও অনেক চমক অপেক্ষা করছে। যারা আমার কাজ সম্পর্কে জানেন, তারা জানেন যে গল্প বলার ক্ষেত্রে আমি নতুনত্ব আনার চেষ্টা করি। আশা করছি, “দাগি” সেই প্রত্যাশা পূরণ করবে।’

প্রযোজকদের আশা, ‘দাগি’ নতুন কিছু দেবে দর্শকদের

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন—

‘টিজারে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। তবে সিনেমাটি হলে গিয়ে দেখার পর যদি দর্শকরা পছন্দ করেন, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা।’

নিশোর বক্তব্য: ‘প্রত্যেক ফ্রেমের গভীর অর্থ আছে’

আফরান নিশো বলছেন,

‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। “দাগি” এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মনে প্রশ্ন তুলবে।’

‘দাগি’—প্রায়শ্চিত্তের গল্প?

নির্মাতার ভাষ্যমতে, এটি এমন এক গল্প, যা বাংলাদেশের মূলধারার সিনেমায় আগে দেখা যায়নি। টিজারে যেমন রহস্যের ইঙ্গিত রয়েছে, তেমনি সিনেমার কাহিনীতেও দর্শকরা এক নতুন স্বাদ পাবেন বলে দাবি করেছেন তিনি।

‘দাগি’ মুক্তি পাবে আসন্ন ঈদে। নিশোর সিনেমায় ফেরার এই চমক কি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে? সেটাই এখন দেখার বিষয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here