চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে সুবিধাজনক অবস্থানে থাকলেও আতলেতিকো ঘুরে দাঁড়ানোর আশায়।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে এক জমজমাট লড়াইয়ে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে আতলেতিকো মাদ্রিদও দারুণভাবে ফিরে এসে সমতা ফেরায়। শেষ পর্যন্ত ব্রাহিম দিয়াসের গোলেই জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শুরুতেই রদ্রিগোর বাজিমাত
মাত্র ৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ফেদেরিকো ভালভের্দের চমৎকার থ্রু পাস ধরে গতিতে প্রতিপক্ষকে পেছনে ফেলে বল জালে জড়ান তিনি। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না তার শট আটকানোর।
আতলেতিকোর দারুণ প্রত্যাবর্তন
রিয়ালের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে আতলেতিকো মাদ্রিদ। ৩২তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেস। এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি।
দিয়াসের জাদুকরী গোল, রিয়ালের জয় নিশ্চিত
বিরতির পরও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে। তবে ৫৫তম মিনিটে রিয়াল আবার এগিয়ে যায় ব্রাহিম দিয়াসের দুর্দান্ত গোলে। ফেরলঁ মঁদির ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের পাঁচজন ডিফেন্ডারের মাঝ দিয়ে চমৎকার শটে গোল করেন দিয়াস।
এরপরেও আতলেতিকো একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে গ্যালাকটিকোরা।
ফিরতি লেগে কী হবে?
আতলেতিকোর জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও রয়েছে। নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় আগামী বুধবার ফিরতি লেগে খেলবে তারা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে সেই ম্যাচে দারুণ কিছু করতেই হবে ডিয়েগো সিমিওনের দলকে।