ঢাকা, ৪ মার্চ: নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে জনগণের সমর্থন নিয়ে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।”
নির্বাচন কবে হতে পারে?
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, “নির্বাচন জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্দেহ নেই, তবে এটি সরকারের রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেকহোল্ডার (অংশীদার) আছেন, দেশের ভেতরে ও বাইরে, তারাও সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। কারণ, নির্বাচিত সরকারের অধীনে হলে তারা তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।“
গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার দাবি
আমীর খসরু বলেন, “গণতন্ত্রের স্বার্থে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। প্রতিদিন বাংলাদেশ গণতান্ত্রিক সরকার ছাড়া চলার ফলে সমস্যাগুলো আরও জটিল হচ্ছে। একমাত্র গণতান্ত্রিক সরকারের অধীনেই দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “দেশের সমস্যার সমাধান করতে হলে এমন একটি সরকার দরকার, যার পলিটিক্যাল ওয়েট (রাজনৈতিক প্রভাব) এবং মোবিলাইজেশন ক্যাপাসিটি (সক্রিয় সমর্থন সংগঠিত করার ক্ষমতা) থাকবে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারই সমস্যার সমাধান করতে পারবে না।”
অনুষ্ঠানে উপস্থিত নেতারা
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ-সহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।