নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের অবস্থা সংকটাপন্ন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান,
“গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তবে তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনো জানা যায়নি। প্রত্যেকেই বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন। অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।”
দগ্ধদের পরিচয়
দগ্ধদের মধ্যে নারী ও শিশুসহ একাধিক ব্যক্তি রয়েছেন। তারা হলেন—
✅ সোহাগ (২৩)
✅ রুপালি (২০)
✅ সামিয়া (১০)
✅ জান্নাত (৪)
✅ হান্নান (৫০)
✅ সাব্বির (১২)
✅ সুমিয়া (১.৫ বছর)
✅ নুরজাহান (৩৫)
কীভাবে বিস্ফোরণ ঘটল?
প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার চাষাড়ার ২নং চেয়ারম্যান অফিস সংলগ্ন ইব্রাহিমের বাড়ির একটি টিনশেড কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সময় কক্ষের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনে লিকেজ থাকায় পুরো রুমে গ্যাস জমে ছিল। কেউ একজন গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং রাত সাড়ে ৪টার দিকে দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গ্যাস লিকেজের কারণে দুর্ঘটনার ঝুঁকি
বাংলাদেশে গ্যাস লিকেজ ও অবহেলার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলেন,
“গ্যাসের লিকেজ শনাক্ত করার জন্য বাসা-বাড়িতে নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা জরুরি।”
স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস এ ঘটনায় তদন্ত শুরু করেছে।


