চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হলেও বিতর্কের কারণে তাকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। রোববার (৩ মার্চ) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এই আদেশ দেন।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম অ্যান্ড অপস্) শাকিল আহমেদ নিশ্চিত করেছেন যে, ওসি মনজুর কাদেরকে উখিয়া থানায় বদলির পর নতুন করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির নির্দেশনা এসেছে। তবে তিনি উখিয়া থানায় যোগদানের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সংবাদকর্মীর অভিযোগ ও বিতর্কের সূত্রপাত
গত শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় সাংবাদিক মনসুর আলম মুন্না। তিনি অভিযোগ করেন, চকরিয়া থানার ওসি তাকে থানায় এনে আটকে রাখেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন।
সংবাদকর্মীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।
প্রাথমিক বদলি এবং পরবর্তী সমালোচনা
ডিআইজির নির্দেশে শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ মনজুর কাদেরকে উখিয়া থানায় এবং উখিয়া থানার ওসিকে চকরিয়া থানায় বদলির আদেশ দেন।
কিন্তু এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, চকরিয়া থেকে সরিয়ে তাকে উখিয়া থানায় বদলি করায় প্রকৃতপক্ষে কোনো শাস্তি হলো কি না। পরে বিতর্ক এড়াতে ওসি মনজুর কাদেরকে কক্সবাজার জেলা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়।
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে ঘটনাটি পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।