বাংলা সিনেমার নস্টালজিক এক মুহূর্ত ‘চাচা, হেনা কোথায়?’— সম্প্রতি এই সংলাপটি নতুন করে ভাইরাল হয়ে গেছে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার এই সংলাপ এত বছর পরেও দর্শকদের মনে দোলা দেয়। আর সেটাই প্রমাণ করলেন অভিনেতা বাপ্পারাজ, যখন তিনি শাবনাজের খোঁজে ছুটে যান টাঙ্গাইলের গ্রামে, যেখানে এখন তিনি স্বামী নাঈমের সঙ্গে বসবাস করেন।
সিনেমার সংলাপ বাস্তবে!
সম্প্রতি একটি আড্ডায় বাপ্পারাজ মজার ছলে ঠিক সিনেমার মতো করেই প্রশ্ন করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ উত্তরে নাঈম হাসতে হাসতে বলেন, ‘হেনার সঙ্গে অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে।’ বাপ্পারাজ তখন সিনেমার মতোই আবেগে বলে ওঠেন, ‘না, আমি বিশ্বাস করি না!’ এরপরই নাঈম তাকে জড়িয়ে ধরেন, আর সবাই গাইতে থাকে সেই বিখ্যাত গান— ‘প্রেমের সমাধি ছেড়ে…’
এই মজার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন অভিনেতা ওমর সানী। তার পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়।
নাঈমের প্রতিক্রিয়া
গতকাল মঙ্গলবার টেলিপ্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এই ভাইরাল ভিডিও নিয়ে কথা বলেন নাঈম। তিনি জানান, তার মেয়ে নামিরার আবদারেই এই অভিনয় করা হয়েছিল। ‘আমাদের গ্রামের বাড়ির বাগানে বসে চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তখন মেয়ে এসে বলল, “বাপ্পা আর আপনাকে একটা কাজ করতে হবে।” পরে সে পুরো বিষয়টি জানায়, আর আমরা সবাই মজা করেই সেটা করি।’
তিনি আরও বলেন, ‘আমরা কখনো ভাবিনি এটি ভাইরাল হবে। দর্শকরা আমাদের এত বছর পরেও এতটা ভালোবাসে, এটা সত্যিই ভালো লাগার বিষয়।’
পুরোনো সিনেমার নতুন করে জনপ্রিয়তা
‘প্রেমের সমাধি’ সিনেমার এই সংলাপ নতুন প্রজন্মের কাছেও পরিচিতি পেয়েছে, যা দেখে নাঈম দারুণ উচ্ছ্বসিত। তার মতে, ‘একটি সিনেমা তো একদিনে জনপ্রিয় হয় না। এর পেছনে পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীদের পরিশ্রম থাকে। এই ভাইরাল সংলাপ প্রমাণ করে যে, ভালো সিনেমা কখনো পুরোনো হয় না।’
‘প্রেমের সমাধি’র সংলাপ ভাইরাল হওয়ার ঘটনাটি নিছক মজার হলেও এটি প্রমাণ করে যে ভালো সিনেমা ও সংলাপ দর্শকদের মনে বছরের পর বছর বেঁচে থাকে।


