স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয়: তারেক রহমান

0
11

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও গণতন্ত্র এখনো নিরাপদ নয়। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের জে এম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “গত ১৭ বছর বাংলাদেশে কংসের মতো এক নৃশংস স্বৈরাচার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কিন্তু দল-মত, বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী বীর জনতার গণঅভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট সেই স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তবে, স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়।”

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। “পলাতক স্বৈরাচারের দোসররা প্রতিনিয়ত নানা কৌশলে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠার অপচেষ্টায় লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা, জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ ও সরকার যতদিন পর্যন্ত গঠিত হবে না, ততদিন গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।”

সনাতন সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “গত ১৭ বছর আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে একটি গোষ্ঠী। এই সত্য যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। কেউ যাতে আপনাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রে আইনের শাসন না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকে না। তাই রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠা জরুরি।”

সম্মেলনে উপস্থিত নেতারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান প্রদীপ চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here