চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্ব থেকেই। প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচকে নিয়মরক্ষার বলা হলেও বাংলাদেশ দল একে বাড়তি গুরুত্ব দিচ্ছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, শেষ ম্যাচটি জিতে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চান তারা। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হওয়া ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে উন্নতি এনে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে চান তারা।
তিনি বলেন, “অবশ্যই এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তা হলে অনেক আত্মবিশ্বাস দেবে।”
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাস খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত ৩৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি, হেরেছে ৩৪টিতে। সর্বশেষ তিন দেখাতেও টাইগাররা হারের স্বাদ পেয়েছে, যার মধ্যে ২০২৩ বিশ্বকাপে ইডেন গার্ডেনসে ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটে হার ছিল উল্লেখযোগ্য।
তবে রাওয়ালপিন্ডির মাঠে টাইগারদের ভালো স্মৃতি রয়েছে। গত বছর টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও ভালো করতে চায় দল।
তবে এই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ পর্যন্ত রয়েছে। গতকালই এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
এদিকে, শেষ ম্যাচটিতে বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
টাইগারদের জন্য এটি শুধুই আরেকটি ম্যাচ নয়, বরং আত্মসম্মান ও গৌরব ফেরানোর লড়াই। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিদায় নিতে পারলেই অন্তত কিছুটা স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ দল।