Home আন্তর্জাতিক চার ইসরায়েলি জিম্মির মরদেহ পেল ইসরায়েল

চার ইসরায়েলি জিম্মির মরদেহ পেল ইসরায়েল

0
36

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস চার ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হস্তান্তরের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগেই ৬০০ ফিলিস্তিনি কারাবন্দী মুক্তি পায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, তারা চারজন জিম্মির মরদেহবাহী কফিন পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, হস্তান্তরিত ব্যক্তিরা হলেন:

  • ওহাদ ইয়াহালোমি
  • সাচি ইদান
  • ইতজিক এলগারাত
  • সোলোমো মনসুর

অপরদিকে, ৬০০-এর বেশি ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়ে রামাল্লায় পৌঁছানোর পর উল্লাসে মেতে ওঠেন। মুক্তিপ্রাপ্তদের স্বজনরা আনন্দের অশ্রুতে একে অপরকে জড়িয়ে ধরেন। অনেকে গণমাধ্যমকে সাক্ষাৎকারও দেন।

যুদ্ধবিরতির শর্ত ও দ্বিতীয় ধাপের আলোচনা

এই বিনিময় গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্তের অংশ। গত শনিবার হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে জীবিত মুক্তি দেয়, সঙ্গে চারজনের মরদেহও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েল অভিযোগ তোলে যে হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করেছে, যার ফলে মুক্তি প্রক্রিয়া স্থগিত ছিল।

মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষের পর দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, ইসরায়েল একটি প্রতিনিধিদল পাঠিয়েছে, যা দোহা বা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে।


 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here