ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ: থাকছে পাকিস্তানের নাম

0
44

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে সোমবার প্রকাশ করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি। এ নিয়ে বেশ কিছু গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আইসিসির নিয়ম মেনেই জার্সিতে আসরের আয়োজক পাকিস্তানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগে শোনা গিয়েছিল, ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকবে না। তবে সোমবার প্রকাশিত অফিসিয়াল জার্সিতে দেখা গেছে, ক্রিকেটারদের বুকের ডান পাশে স্পষ্টভাবে লেখা রয়েছে পাকিস্তানের নাম।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়া দলের জার্সিতে আয়োজক দেশের নাম উল্লেখ থাকা বাধ্যতামূলক। সাধারণত জার্সির বাঁ পাশে প্রতিযোগিতার লোগো ও আয়োজক দেশের নাম থাকে। তবে এবার ভারতের জার্সিতে পাকিস্তানের নাম লেখা হয়েছে ডান পাশে, যা আগেই বিতর্কের জন্ম দিয়েছিল।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে ক্রিকেট বিশ্বে এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here