মোবাইলফোনে কথা, ইন্টারনেটের খরচ বাড়ল বাজেটে

0
7

মোবাইলফোনে কথা বলার ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক ফি বাড়ানো আবার হয়েছে। টকটাইম এবং ইন্টারনেট ব্যবহারে ১৫% ভ্যাট আরোপ করা ছিল। এটির উপর আরও অতিরিক্ত ৫% করে সর্বমোট ২০% একত্রে আরোপ করা হয়েছে। ফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয়।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বিষয়ে কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পূরক ফি বাড়ার ফলে ফোনে কথা বলার ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উদাহরণস্বরূপ, ফোনে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের ব্যবহারের খরচ আরও বাড়বে। আবেগকর বিষয় হল, উচ্চবিত্ত থেকে শুরু মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে ফোন অত্যন্ত জরুরি সেবা। তাদের জন্য এ অতি অত্যন্ত প্রয়োজনীয় প্রাথমিক সেবা হবে।

বর্তমানে প্রতি ১০০ টাকার টকটাইম পেতে হলে ১৩৩ টাকা ২৫ পয়সা রিচার্জ করতে হত। নতুন প্রস্তাবের ফলে ১০০ টাকার টকটাইম পেতে ১৩৯ টাকা রিচার্জ করতে হবে। অর্থমন্ত্রী আরও জানান, ১০০ টাকা রিচার্জ করলে সরকার ২৮ টাকা শুল্ক-কর পাবে। বাকি অর্থের সমপরিমাণ টকটাইম পাবে গ্রাহক।

সিমকার্ড বিক্রির সময় এখন ২০০ টাকা মূসক দিতে হয়; এটি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here