রাজধানীতে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

0
8

গুলশান-বারিধারা এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে মনিরুল নামের একজন পুলিস কনস্টেবল অন্য একজন পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনায় জাপান দূতাবাসের একজন গাড়িচালকও আহত হয়েছেন। এ ঘটনায় কাউসার নামের আরেক পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়েছে গুলশান থানা-পুলিশ।

রাত ১২টা ৫ মিনিটের দিকে এই গুলির ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

কনস্টেবল মনিরুল এবং কাউসার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কাজ করতেন। গাড়িচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসারের এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল নিহত হন। এ ছাড়া জাপান দূতাবাসের একজন গাড়িচালক গুলিবিদ্ধ হন। তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here