ব্জ্রপাতে মৃত্যু ব্রাজিলের ফুটবলারের মৃত্যু

0
125

বজ্রপাতে মারা গেছেন কাই হেনরিক নামে ২১ বছর বয়সী এক ব্রাজিলিয়ান ফুটবলার। আহত হয়েছেন আরও ৬ ফুটবলার। এই ঘটনা ঘটেছে ব্রাজিলের পারানা রাজ্যে সান্তো আন্তোনিও দা প্লাতিনা শহরে। নিহত ও আহত ফুটবলাররা খেলছিলেন অপেশাদার একটি ফুটবল টুর্নামেন্টে। সবাইকে সান আন্তোনিওর মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হলেও কাইও হেনরিককে বাঁচানো যায়নি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বজ্রপাতের সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের কয়েক মিনিট পরের মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন এক দর্শক। সেখানে দেখা যায় জাপিরেনস দলের খেলোয়াড়েরা মাঠেই শুয়ে পড়েছেন ও সাহায্য নিচ্ছেন। গ্লোবোর প্রতিবেদনে প্রকাশ করা ভিডিওটি সেই সমর্থকের কি না, তা জানা যায়নি। তবে প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিওতে দেখা গেছে, কয়েকজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন এবং তাঁদের ধরাধরি করে মাঠের বাইরে নেওয়া হচ্ছে।

মার্কোস নোভেলি আরও জানিয়েছেন, স্টেডিয়ামে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ম্যাচটি দেখতে আসা লোকজন কয়েকজন খেলোয়াড়কে নিজেদের গাড়িতে করে মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। বাকিরা ব্রাজিলের জরুরি স্বাস্থ্য বিভাগের লোকজনের আসার অপেক্ষায় ছিলেন। ইউনাইও জাপিরেনস পারানা রাজ্যেরই জাপিরা শহরের দল। সেখানকার নগর কর্তৃপক্ষ এবং ক্লাব কাইও হেনরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
সান্তো আন্তোনিও দা প্লাতিনা মিউনিসিপ্যাল ক্রীড়া পরিচালক মার্কোস নোভেলি ফেরেইরা এ নিয়ে বলেছেন, ‘ভারী বৃষ্টি হচ্ছিল। তবে মাঠ খেলার মতো অবস্থায় ছিল। আঁধার হয়ে এসেছিল চারপাশ, কিন্তু বজ্রপাতের সময় চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। মনে হয়েছিল এটা (বজ্রপাত) অন্য কোথাও হবে, কিন্তু বজ্রপাতে প্রাণঘাতী ব্যাপার ঘটে গেল।’ ঘটনার মুহূর্তটাও বর্ণনা করেছেন তিনি, ‘আমরা আলোর আভা দেখতে পেয়েছিলাম…খেলোয়াড়েরা তখন মাঠে খেলছিলেন, বজ্রপাত সরাসরি একজনের ওপর পড়েছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here