পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। দেশটির তালেবান–সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপ তেহরিক–ই–জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।
ওই কর্মকর্তা বলেন, ‘যখন হামলা হয়, তখন ঘাঁটিতে অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং তাঁদের শরীরে ছিল বেসামরিক পোশাক। তাই আমরা এখনই নিশ্চিত হতে পারছি না যে যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই সেনা সদস্য কি না।’
একটি স্কুল ভবনকে অস্থায়ী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে ভবনটির তিনটি কক্ষ ধসে পড়েছে। সেই ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ টেনে তোলার চেষ্টা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আজ মঙ্গলবার পাকিস্তান আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ছয় সদস্যের একটি আত্মঘাতী জঙ্গি স্কোয়াড এ হামলা চালায়। সেনাদের পাল্টা আক্রমণে তাদের সবাই নিহত হয়েছে।
তেহরিক-ই-জিহাদ পাকিস্তান জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এক যোদ্ধা সেনাদের ওপর ‘শাহাদাত হামলা’ চালান। এরপর অন্যরাও সেই ভবনে ব্যাপক হামলা চালান।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় জঙ্গি হামলার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে গেছে।


