বঙ্গবন্ধুর সমাধিসৌধে সিকৃবি কর্মচারি পরিষদের শ্রদ্ধা নিবেদন

0
135
বঙ্গবন্ধুর সমাধিসৌধে সিকৃবি কর্মচারি পরিষদের শ্রদ্ধা নিবেদন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারি পরিষদের নেতৃবৃন্দ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আজ দুপুরে নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ১৫ আগস্টে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সিকৃবি কর্মচারি পরিষদের সভাপতি শাহ আলম সুরুকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অরুণ বাহাদুর লামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা সম্পাদক ফাতেমা বেগম, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, সদস্য নুরে আলম, অলিয়ার রহমান ও সাইফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here