রিমান্ড শেষে কাজী এরতেজা হাসান কারাগারে

0
121
রিমান্ড শেষে কাজী এরতেজা হাসান কারাগারে

প্রতারণা ও জালিয়াতি মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসআই (নি.) মো. মেহেদী হাসান আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরতেজা হাসানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। বাদীপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরতেজা হাসানের পক্ষে তার আইনজীবী চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী কারাকর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২ নভেম্বর এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১ নভেম্বর রাতে গুলশান-২-এর অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় একটি জালিয়াতি ও প্রতারণার মামলা হয়। ওই মামলায় তদন্ত করে পিবিআই (কল্যাণপুর টিম)। তদন্তে জালিয়াতি ও প্রতারণার সত্যতা পাওয়ায় এরতেজা হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here