পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনারে সোমবার রাত ১২ টা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ আরও অনেকে শ্রদ্ধা জানান।
এ ছাড়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু, গৌতম রায় চৌধুরিসহ জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পিরোজপুর পৌরসভা, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, বিচার বিভাগ, জেলা তথ্য অফিস, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, প্রেস ক্লাব, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।


