শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে শহিদ মিনারে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানিয়েছে।
সোমবার সকালে যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে জাতীয় পার্টির নেতৃবৃন্দ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মোবাইলে এক অডিও বার্তায় সালমা ইসলাম এমপি বলেন, মাতৃভাষা আন্দোলনের ৭০ বছর পূরণ হলো আজকের এই দিনে। যাদের প্রাণের বিনিময়ে মাতৃভাষায় কথা বলার অধিকার নিশ্চিত হয়েছে, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার মধ্যদিয়ে আমাদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, তাহলে ভাষা শহিদদের আত্মা শান্তি পাবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জাতীয় পার্টির নেতা নেতা খলিলুর রহমান, কফিল উদ্দিন, এমএ মজিদ, আব্দুল মতিন মেম্বার, আইনুল চৌধুরী, দেলোয়ার হোসেন মোল্লা, রেশমা আক্তার প্রমুখ।
অপরদিকে শাহ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষে জেলার সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, হালিমা আক্তার লাবণ্য, ওয়ার্কার্স পার্টির পক্ষে কমরেড আজহারুল হক, আব্দুল জলিল, ইব্রাহীম খলিল ও জহিরুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।


