আইপিএলে দল না পাওয়া ব্যাটার বিশ্বরেকর্ড গড়লেন পিএসএলে

0
197

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে অবিক্রীত থেকেছেন আফগানিস্তানের তারকা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। যিনি এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসালামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন।

আর ভারতীয় টি-টোয়েন্টি লিগে উপেক্ষিত এই ব্যাটার পিএসএলে দুর্দান্ত খেলেছেন। পাশাপাশি একটি বিশ্বরেকর্ডও গড়লেন, যা আর কারও নেই।

তার সেই রেকর্ড দেখে হয়তো আইপিএলের ফ্রাঞ্চাইজিরা কপাল চাপড়াতে পারেন।

বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমির বিরুদ্ধে মাত্র ১৯ বলে ৪৬ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। যদিও এমন বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি তিনি।

ম্যাচে প্রথমে ব্যাট করে জালমি নির্ধারিত ২০ ওভারে ২০৬ রান করে। জালমির হয়ে ওপেনার মোহাম্মদ হ্যারিস ৩২ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। অভিজ্ঞ শোয়েব মালিক খেলেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস, যা দ্বিতীয় সর্বোচ্চ। এর পর ইয়াসির খান ২৪ বলে ৩৫ রান করলে রানের পাহাড় গড়ে পেশোয়ার।

বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে নেমে ঝড় তোলেন রহমানুল্লাহ গুরবাজ। প্রথম দুই ওভারেই পাঁচ ছক্কা হাঁকান গুরবাজ। এটি একটি অনন্য রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম দুই ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর রেকর্ড আর কারও নেই।

প্রথম ওভারে সাড়ে ১১ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে ভেড়া লিয়াম লিভিংস্টোনকে দুটি ছক্কা মারেন গুরবাজ। পরের ওভারে উসমান কাদিরকে ৩ ছক্কা হাঁকান তিনি।

দুই ওভারেই ইসলামাবাদকে ৩৭ রান এনে দেন করে রহমানুল্লাহ গুরবাজ। এর পর আরও তিনটি বাউন্ডারি আসে গুরবাজের ব্যাট থেকে।

৪ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন গুরবাজ। সালমান ইর্শাদের বলে আউট হওয়ার আগে ১৯ বলে ৪৬ রানে থামেন এ আফগান তারকা।

গুরবাজের পর মিডল অর্ডারে ৪৫ বলে ৮৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন আজম খান। কিন্তু তাতে পরাজয় এড়াতে পারেনি ইসলামাবাদ।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে ইসলামাবাদ। ১০ রানে হেরে যায় তারা।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here