আইপিএল নিলাম নিয়ে ‘ক্ষুব্ধ হয়ে’ চাকরি ছাড়লেন কোচ

0
186

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের পরেই সানরাইজার্স হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন কাটিচ।

নিউজ কর্পোর বরাতে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কাটিচের পদত্যাগের বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ না জানা গেলেও গুঞ্জন চলছে, নিলামের আসরে ফ্র্যাঞ্চাইজি তাদের পূর্বপরিকল্পনা উপেক্ষা করাতে নাকি খুশি নন কাটিচ।

নিলামের আগে থেকেই হায়দরাবাদ কর্তৃপক্ষের ওপর চটেছিলেন কাটিচ।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর ছিল, স্বদেশি তারকা ডেভিড ওয়ার্নারকে ছেড়ে দেওয়ায় সানরাইজার্স হায়দরাবাদের ওপর বেশ ক্ষুব্ধ ছিলেন অসি কোচ। তার ওপর নিলাম থেকে দলে নেওয়া কয়েকজন ক্রিকেটারকে নিয়েও খুশি হতে পারেননি কাটিচ।

কাটিচের পদত্যাগের বিষয়টি স্বীকার করা হয়েছে পরে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে। ফ্র্যাঞ্চাইজির এক মুখপাত্র ক্রিকবাজকে জানিয়েছেন খবরটি মিথ্যা নয়। তিনি নিজেই দল থেকে সরে দাঁড়িয়েছেন। পারিবারিক কারণে তিনি দল ছেড়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here