এক শর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ব্লিঙ্কেন

0
203

ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের। ইউক্রেনে রাশিয়া কোনো ধরনের হামলা না চালালেই তবে এ সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

এএফপির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘যুক্তরাষ্ট্রই প্রথম এ সাক্ষাতের প্রস্তাব দিয়েছে। কারণ আমরা বিশ্বাস করি— ইউক্রেন নিয়ে যে সংকট চলছে, কূটনীতি ও আলোচনার মাধ্যমে তার দায়িত্বশীল সমাধান বের হতে পারে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের কথা বললেও আবারও হামলার আশঙ্কার কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হতে পারে।

তবে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা দিয়েছিল রাশিয়া। তবে এ ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন পশ্চিমারা।

রাশিয়া-ইউক্রেন সংকটের মূল কারণ হচ্ছে ন্যাটো। ন্যাটোতে যোগ দিতে বেশ এগিয়েছে ইউক্রেন। তবে এ নিয়ে মাথাব্যথা রয়েছে রাশিয়ার। ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে মস্কো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here