প্রথমবারের মতো বাবা হলেন ক্যারিবীয় অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।
আর সেদিনই ভারতের এক ক্রিকেট মাঠের নামে মেয়ের নাম রাখেন ব্রাথওয়েট। এ উইন্ডিজ তারকার মেয়ের নাম – ইডেন রোজ ব্রাথওয়েট।
অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সের নামে মেয়ের নাম রাখলেন উইন্ডিজ অলরাউন্ডার।
এ নাম রাখার অন্যতম কারণ – আর সব মাঠ থেকে ইডেন গার্ডেন্সকে আলাদা চোখেই দেখেন কার্লোস ব্রাথওয়েট। মাঠটি এই অলরাউন্ডারের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংলিশ বোলার বেন স্টোকসকে টানা চারটি ছক্কা হাঁকিয়ে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি।
মেয়ের নাম রেখে ইডেনের সেই স্মৃতিকে এভাবেই ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে নিলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার।
ব্রাথওয়েট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও কন্যাসন্তানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘রিমেমবার দ্য নেম, ইডেন রোজ ব্রাথওয়েট।’
এমন ক্যাপশন দিয়ে মূলত ইডেনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিনে ধারাভাষ্যকার ইয়ান বিশপের মন্তব্যকে স্মরণ করিয়ে দিলেন ব্রাথওয়েট।
সেদিন এ অলরাউন্ডারের অতিমানবীয় পারফরম্যান্স দেখে বিশপ বলেছিলেন, ‘রিমেমবার দ্য নেম, কার্লোস ব্রাথওয়েট।’